সদ্যই শেষ হয়েছে সারেগামাপা ২০২৪ এর সিজন। সেখানে এবারের বিজয়ী দেয়াশিনী রায়। জি-বাংলার মঞ্চে ট্রফি জিতেই নতুন শুরুর ঘোষণা করলেন দেয়াশিনী। ভিডিওর মাধ্যমে কি জানালেন দেয়াশিনী?
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি একটি ভিডিয়ো পোস্ট করে জানান, তিনি কোনও ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত নন। কোন শো বা কনসার্টের জন্য তাকে বুক করতে হলে নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করতে হবে।
ভিডিয়োতে দেয়াশিনী বলেন, ‘হ্যালো সবাইকে। নমস্কার। আমি দেয়াশিনী রায়। এটা একটি ইনফরমেশন ভিডিয়ো। আমি কোনও ইভেন্ট বা কারও সঙ্গে যুক্ত নই। আমার সঙ্গে যে কোনও শো বা অন্যান্য প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে।’
এর আগেও সারেগামাপা শেষ হতে না হতেই নতুন শুরুর আপডেট দিয়েছেন এই সিজনের ফার্স্ট রানার আপ ময়ূরী দারানি। ময়ূরীও জানায় এবার থেকে শো এবং কনসার্ট করবেন।