‘খুব কষ্ট পাচ্ছি…’, মাত্র ৩ মাসেই ধারাবাহিক বন্ধ হতেই মন খারাপ ‘সরোজিনী’ দিয়া বসুর

দিয়া বসু

মাত্র তিন মাসেই পর্দা থেকে বিদায় নিল স্টার জলসার নতুন মেগা ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী দিয়া বসু এবং অভিনেতা অভিষেক বীর শর্মা। এছাড়াও ছিলেন আরও এক নায়ক অর্ণব বন্দ্যোপাধ্যায়।

গতকাল শেষ হয়েছে ধারাবাহিকের শুটিং। স্বাভাবিকভাবেই মন খারাপ কলাকুশলীদের। বেজায় মন খারাপ নায়ক-নায়িকারও। লাইভে এসে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবর ভাগ করে নিলেন নায়ক-নায়িকা অভিষেক আর দিয়া।

লাইভে সরোজিনী ওরফে অভিনেত্রী দিয়া বসুকে বলতে শোনা যায়, ‘আজ বুলেট সরোজিনীর শেষ শ্যুট হয়ে গেল। এরপর থেকে আর এই চরিত্রগুলো হব না। আমাদের জার্নিটা ছোটো হতে পারে কিন্তু খুবই স্মরণীয় হয়ে থেকে যাবে। এত কম সময়ের জন্য হলেও এতটা কষ্ট পাচ্ছি আমরা সবাই। আমাদের ছুটি প্রায় থাকত না বললেই চলে। খুব কম দিন ছুটি থাকত।’

অভিষেক জানান,  ‘আমরা প্রায় ২৪ ঘণ্টাই কাজ করতাম। তারপর ৪-৫ ঘণ্টা গ্যাপ পেতাম, তারপর আবার শ্যুট করতাম।’ তাঁর কথার রেশ টেনেই দিয়া বলেন, ‘ফলে বোঝাই যাচ্ছে আমরা এই মেগার সব কলাকুশলীরা পরিবার হয়ে গিয়েছিলাম। আমরা মেকআপ রুমেও খুব আনন্দ করে সময় কাটাতাম। এই কয়েক দিনে ‘রণজিনী’ এত ভালোবাসা পাবে, সেটা আমরা ভাবতেই পারিনি। সকলের পোস্ট দেখেও আমাদের কষ্ট হচ্ছে। সত্যি খুব খারাপ লাগছে যে, এরপর থেকে আর সরোজিনী হব না। খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই এটা তো চলতেই থাকে। এই কম দিনের মধ্যেই আমরা সকলের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা থেকে যাবে।’