২১-এ পা দিল ছোটপর্দার ফুলকি, শুটিং সেটে কেক কেটে উদযাপন হল দিব্যানীর জন্মদিন

অভিনেত্রী দিব্যানী মন্ডল

২১-এ পা দিল ছোটপর্দার ফুলকি ওরফে অভিনেত্রী দিব্যানী মন্ডল। ফুলকি ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। জন্মাষ্টমীর আগের দিন রাতে গাড়ি দুর্ঘটনা হয় অভিনেত্রী। সিটি স্ক্যান করাতে হয়। তবে সুস্থ হয়ে জন্মদিনেই আবার ফুলকি ধারাবাহিকের সেটে ফিরলেন।

আজ দিব্যানীর শুভ জন্মদিন। মধ্যরাত থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন। গতকাল ভিক্টোরিয়ার সামনে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুবান্ধব-আপনজনের সঙ্গে কেক কেটে বার্থ সেলিব্রেট করেন। পাশাপাশি সহ-কর্মী আর অনুরাগীদের শুভেচ্ছা আপ্লুত ফুলকি।

আজ শুটিং সেটে কেক কেটে হৈ চৈ করে পালন হল দিব্যানীর শুভ জন্মদিন। Tollyfactz News পেজের তরফ থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে সাদা রঙয়ের কেক সাজিয়ে দিব্যানী সারপ্রাইজ দেন গোটা টিম।