ছোটপর্দায় জনপ্রিয়তা পাওয়ার দরুন এমন অনেক অভিনেত্রী আছেন যারা বড়পর্দায় নিজের পরিচিতি গড়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন সকলের প্রিয় ফুলকি ওরফে দিব্যানী মণ্ডল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন ছোট পর্দার ‘ফুলকি’।
এখানেই শেষ নয়। রয়েছে আরও বড় চমক। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করতে চলেছেন দিব্যানী। সৃজিতের আসন্ন ছবির নাম ‘এম্পরারার ভার্সেস শরৎচন্দ্র’। ছবি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১ মে। এই সব ঘোষণা আগেই করেছিলেন পরিচালক।
সৃজিত জানান, তাঁর সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টোটা রায় চৌধুরী, আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারকে। তবে ছবিতে নতুন চমক হিসাবে থাকছেন দিব্যানী মণ্ডল।