‘ফুলকি’ শেষ হয়েছে মাত্র দু’দিন হল। ধারাবাহিক চলাকালীনই নায়িকা দিব্যাণী মন্ডলের কাছে বড়পর্দার সুযোগ এসেছিল। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে ফুলকির।
তবে শোনা শুধু সৃজিত মুখোপাধ্যায় নয়, আরও একাধিক ছবির সুযোগ পেয়েছে দিব্যাণী। আর হয়তো একেই বলে ভাগ্য। তাহলে কি আর ছোটপর্দায় দেখা যাবে না তাকে?
সবেমাত্র শেষ হয়েছে ধারাবাহিক। আর বড়পর্দায় একের পর এক অফারের খবরে তাঁর ভক্তদের কৌতূহল বাড়ছে যে দিব্যাণী কি আর ছোটপর্দায় কাজ করবেন না?
আনন্দবাজার অনলাইনের কাছে এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, “যদি কারও এই ধারণা হয়ে থাকে তা হলে তা ঠিক নয়। হয়তো এখনই ধারাবাহিকে দেখা যাবে না। কারণ, সৃজিত স্যরের ছবিটি করছি। সেই চরিত্রে মনোযোগ দিতে চাই। আরও কিছু নতুন ধরনের কাজের কথাবার্তা চলছে। তাই হয়তো ছোটপর্দায় ফিরতে সময় লাগবে। কিন্তু একেবারে যে ধারাবাহিকে অভিনয় করব না তা নয়। হয়তো আগামী বছরের শেষে দেখা যাবে। এখনই কিছু বলতে পারছি না। তবে ফিরব অবশ্যই।”

