এবার বড়পর্দায় একসঙ্গে দিব্যজ্যোতি-অঙ্কিতা?

দিব্যজ্যোতি-অঙ্কিতা

ছোটপর্দা থেকে বহু তারকারা বড়পর্দায় পা রেখেছেন। কিছুদিন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অভিনেতা দিব্যজ্যোতি দত্ত সৃজিত মুখার্জির ছবির হাত ধরে বড়পর্দায় পা রেখেছেন। তাকে দেখা যাবে সৃজিতের লহ গৌরাঙ্গের হাত ধরে।

তবে এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন ছোটপর্দার জগদ্ধাত্রী ওরফে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক? তাও আবার অনুরাগের ছোঁয়া’র নায়কের সাথে জুটি বেঁধে? তাদের একসঙ্গে তোলা একটি ছবি ঘিরেই জল্পনা শুরু। আর এই ছবিটি পোস্ট করেছেন প্রযোজক রানা সরকার।

রবিবার রানা সরকার প্রযোজনা সংস্থা ‘DCM’-এর ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে পার্টি রাখেন। আর সেখানেই হাজির ছিল অঙ্কিতা মল্লিক এবং দিব্যজ্যোতি দত্ত। অঙ্কিতা আর দিব্যজ্যোতির একসাথে তোলা একটি ছবি ভাগ করে রানা সরকার লেখেন “ভবিষ্যতের আশা”। ছবির ক্যাপশনে লেখেন, ‘নতুন প্রজন্মের প্রতিভারা DCM-এর ১৫ বছর পূর্তির উদযাপনে।’

এই পোস্টে জগদ্ধাত্রী আরেক অভিনেত্রী সাংভি ওরফে প্রেরণা ভট্টাচার্য কমেন্ট করে লেখেন, “কাল সেটা বুঝে গিয়েছি।” আর তারপরেই জল্পনা শুরু হচ্ছে অঙ্কিতা আর দিব্যজ্যোতির জুটিকে ঘিরে।