
সত্যি বিচ্ছেদ নাকি পুরোটাই গুঞ্জন! বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় ডিভোর্সের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনার শিরোনামে উঠে এসেছেন টলিউডের জনপ্রিয় জুটি অভিষেক বসু ও শার্লি মোদক।
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই একটি বিজ্ঞাপনী সংস্থার মিউজিক ভিডিওতে ধরা দিলেন অভিষেক-শার্লি। ভিডিওটি পোস্ট করে শার্লি ও অভিষেক লেখেন, ‘তোমার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই…আর তার জন্য একটাই কারণ যথেষ্ট। তোমাকে অনেকটা ভালবাসি… জীবনের শেষ দিন পর্যন্ত হাত ধরে বৃষ্টিতে ভিজবো দুজনে, জলরঙে আঁকা হয়ে থাকবে ভালোবাসার এক নিঃশব্দ অধ্যায়।’
অভিষেক-শার্লি আরও লেখেন, ‘আমাদের নতুন মিউজিক ভিডিও শীঘ্রই আসছে। সমস্ত ভালবাসা পাক পরিণতি, ভেঙে যাক সব বাধার দেওয়াল, মিলনের আলোর পথ হোক প্রশস্ত। সাক্ষী থাকুক জুয়েলারি খাজানার গয়না…ঠিক যেন সোনার মতো।’
অভিষেক-শার্লির পোস্ট দেখেই স্পষ্ট যে তারা এই মিউজিক ভিডিওর জন্যই প্রচার চালাচ্ছিলেন। এই বিষয়ে আজকাল ডট ইন-কে শার্লি মোদক বলেন, ‘পুরোটাই ওই ভিডিওর জন্য প্ল্যান ছিল। অনেকদিন আগেই বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে আমাদের এই নিয়ে আলোচনা চলছিল। তবে বুধবার আমাদের পোস্ট দেখে যে এমন খবর রটে যাবে ভাবতে পারিনি। খুব খারাপ লাগছিল। তবে আশা করি এখন সবাই বুঝতে পারবেন বিষয়টা।’
Instagram-এ এই পোস্টটি দেখুন