চলে এলো দিতিপ্রিয়া রায়ের নতুন ধারাবাহিক ‘তোমাকে ভালোবেসে’, প্রকাশ্যে ধারাবাহিকের প্রোমো

নতুন ধারাবাহিক

অবশেষে পর্দায় ফিরল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ‘রানী রাসমণি’ ধারাবাহিকের বহু বছর পর আবার পর্দায় ফিরছেন নায়িকা হয়েই। বেশ কিছুদিন ধরে তার ফেরার খবর শোনা যাচ্ছিল।

জি-বাংলার হাত ধরেই ফিরলেন দিতিপ্রিয়া। ধারাবাহিকের নাম ‘তোমাকে ভালোবেসে’। ধারাবাহিকের দিতিপ্রিয়ার বিপরীতে নায়কের মুখ সামনে আসে নি।

ধারাবাহিকের প্রোমোতে দেখা যায়, গল্পের নায়িকা দিতিপ্রিয়া সাইকেল নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হেলিকপ্টারের পিছনে ছুটছে। তার সখিরা বলছে এভাবে মাটি থেকে কি হেলিকপ্টারের পিছনে ছুটে যাওয়া যায়? উত্তরে দিতিপ্রিয়া জানায়, ‘মাটি থেকে তো হয়’।

সামনে একজন বলে যদি তোর মনের মানুষ হেলিকপ্টারে চড়ে তাহলে তার পিছুনে ছুটবি’। ভালোবাসা সত্যি হলে তাহলে মাটিতে নেমে আসে’।