শুভ্রজিৎ মিত্র পরিচালিত দিতিপ্রিয়া রায় ও অর্জুন চক্রবর্তীর বাংলা ছবি ‘অভিযাত্রিক’ ফিল্ম ফেস্টিভ্যালে জয় জয়কার। মুক্তি পাওয়ার আগেই একের পর এক পালক অভিযাত্রিক মুকুটে।
২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে মিয়ামি ফিল্ম ফেস্টিভালে নাইট মারিম্বাস অ্যাওয়ার্ডের পর এবার ১৮ তম চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল নির্বাচনে দিতিপ্রিয়া রায় অভিনীত ছবি অভিযাত্রিক। এটি ভারতীয় প্যানোরামা বিভাগে প্রদর্শিত হবে।
এর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এবং আইএফএফআই গোয়া বিশ্বব্যাপী সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছে।
শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’ সিনেমাটি বাঙালির কাছে বহু প্রতীক্ষিত বিষয় ছিলো। ১৯৫৯ সালে ঠিক যেখানে ‘অপুর সংসার’ দিয়ে ‘অপু ট্রিলজি’ শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়েছে অভিযাত্রিকের যাত্রা।
ছবিতে অপুর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। পাশাপাশি শ্রীলেখা মিত্রকে রানু, অর্পিতা চ্যাটার্জীকে লীলার ভূমিকায় এবং দিতিপ্রিয়া রায়কে অপর্ণার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। বিভূতিভূষণ বন্দোপাধ্যায় রচিত বিখ্যাত চরিত্র অপুকে নিয়েই এই সিনেমা। সব্যসাচী চক্রবর্তীকেও স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে।
৬০ বছর পর বড় পর্দায় ফিরেছে অপু। মুক্তির দিন ঠিক না হলেও ‘অভিযাত্রিক’ দেখা জন্য উৎসুক হয়ে রয়েছেন বাঙালি।