বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং সত্যজিৎ রায়ের অপুকে এক সুতোয় গেঁথে ছবি তৈরি করেছিলেন পরিচালক শুভ্রজিৎ মৈত্র। ৬৮তম জাতীয় পুরস্কারের তালিকায় বাংলা ছবির সেরা শিরোপা পেল দিতিপ্রিয়া রায়ের অভিনীত ছবি ‘অভিযাত্রিক’।
ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা অর্জুন চক্রবর্তী । গত দুই বছর ধরে কোভিড পরিস্থিতির জন্য পিছিয়ে ছিল জাতীয় পুরস্কারের তালিকা। আজ বিকেল ৪টে নাগাদ শুরু হয় সেই তালিকার ঘোষণা। দেশের সেরা ফিচার ছবি নাম উঠল তামিল ছবি ‘সুরারাই পোট্রু’ এবং সেরা বাংলা ছবির পুরস্কার জিতল ‘অভিযাত্রিক’। এই ছবির ঝুলিতে আরও একটি পুরস্কার রয়েছে সেরা সিনেম্যাটোগ্রাফির।
খবর শোনা মাত্রই স্বাভাবিকভাবে উচ্ছ্বাসের সুর ছোটপর্দার রানীমার গলায়। দিতিপ্রিয়া জানান, “কতটা খুশি বলে বোঝাতে পারব না। ছবির জন্য পুরো টিমকে অভিনন্দন। এটা আমার বাবার স্বপ্ন ছিল যে আমি অন্তত একটা জাতীয় পুরস্কার পাই”।