‘মানসিক চাপ এখনো কাটিয়ে উঠতে পারিনি…সারপ্রাইজ থাক’, ধারাবাহিক ছাড়ার পর প্রথমবার মুখ খুললেন প্রাক্তন অপর্ণা ওরফে দিতিপ্রিয়া রায়

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

‘রানী রাসমণি’ ধারাবাহিকের পর প্রায় এক বছর বিরতি কাটিয়ে ছোটপর্দায় ফিরেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অপর্ণা চরিত্রে অভিনয় করে মন জিতেছিলেন দর্শকের। পর্দার আর্য-অপর্ণার জুটি তুমুল সাফল্য পায় বাংলা টেলিভিশনে।

সব ঠিকঠাক চলছিল কিন্তু মাঝপথে সহ-অভিনেতার সাথে বিতর্ক জড়িয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয় বয়কটের ডাক। শেষ অবধি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ধারাবাহিক থেকে বেরিয়ে আসেন। এই মুহূর্তে তার জায়গা দেখা যাচ্ছে নতুন মুখ শিরিন পালকে।

ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর কিছুদিন নীরব ছিলেন দিতিপ্রিয়া। অবশেষে সংবাদমাধ্যমে মুখ খুললেন তিনি। ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর কেমন রয়েছেন অভিনেত্রী।

এক নামী সংবাদমাধ্যমে দিতিপ্রিয়া জানান, “ভালো আছি তবে ধারাবাহিক ছেড়ে দেওয়া নিয়ে নতুন করে আর কিছু বলতে চাই না।”

অভিনেত্রী আরও জানান, “মানসিক চাপ এখনো কাটিয়ে উঠতে পারেনি। আগামী এক মাস নিজেকে সবকিছুর থেকে সরিয়ে রাখতে চাই। ঘুরতে যেতে ভালোবাসি তাই দূরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে রয়েছে। সমাজমাধ্যমে অনেক জলঘোলা হয়েছে আপাতত জীবনটা ব্যক্তিগত থাক।”

আবার কবে কাজে ফিরবেন অভিনেত্রী? দিতিপ্রিয়া বলেন, “সেটা আপাতত সারপ্রাইজ থাক।”