বিতর্কের পর অবশেষে স্বস্তির খবর ‘চিরদিনই তুমি যে আমার’ এর টিম ও দর্শকদের জন্য। দফায় দফায় জীতু কমল-দিতিপ্রিয়ার মধ্যে ঝামেলা। আর তার সমাধান খুঁজতে বারবার মীমাংসার চেষ্টা করেছে প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু শেষরক্ষা হল না!
‘চিরদিনই তুমি যে আমার’ ছেড়ে দিলেন দিতিপ্রিয়া রায়। আর্টিস্ট ফোরাম থেকে আনন্দবাজার ডট কম-কে জানানো হয়েছে, নায়ক-নায়িকার দ্বন্দ্ব এত দূর গড়াবে, কেউ ভাবেননি।
জিতু ধারাবাহিকে ফিরে আসলেও দ্বিতীয় দফায় ফের বেকে বসেন দিতিপ্রিয়া। আর্টিস্ট ফোরামকে লিখিত অভিযোগ জানান জিতুর বিরুদ্ধে। তখন থেকেই টেলিপাড়ায় গুঞ্জন ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন নায়িকা।
সেই গুঞ্জন এবার সত্যি হল। সোমবার আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায় বলেন, “রবিবারেও যখন দিতিপ্রিয়া তাঁর সিদ্ধান্তের কথা জানাননি, তখনও আশা করেছিলাম ইতিবাচক কিছু হলেও হতে পারে।”
সোমবার দিতিপ্রিয়া ইন্ডাস্ট্রির নিয়ম মেনেই লিখিত ‘এনওসি’ বা অনাপত্তিপত্র দিয়ে ধারাবাহিক ছেড়ে দেওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে জানান। দিতিপ্রিয়া লিখিতভাবে জানান শারীরিক ও মানসিক অসুস্থতার কারনেই তিনি এই সিরিয়ালটি করতে পারছেন না। এক্ষেত্রে অভিনেত্রীকে কোনরকম জোরাজুরি করা অনৈতিক বলে ফোরাম মনে করেন।
ফোরাম এই বিষয়টি চানেল কতৃপক্ষ ও প্রযোজনা সংস্থার সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন। এই ব্যপারে চ্যানেল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আর্টিস্ট ফোরাম যদিও প্রযোজনা সংস্থাকে নির্দেশ দিয়েছে, ধারাবাহিক যেন কোনও ভাবে বন্ধ না হয়। কারণ, এর সঙ্গে অনেক মানুষের ভবিষ্যৎ জড়িয়ে।

