অপর্ণা চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেলেও দর্শকের বিচারে সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড পেলেন না দিতিপ্রিয়া, ধারাবাহিক ছাড়াই কি কাল হল?

দিতিপ্রিয়া

২০২৫ সালে টিভি৯ বাংলার তরফ থেকে অনুষ্ঠিত হয়েছিল ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’। এই অ্যাওয়ার্ডের জন্য কয়েকজন শিল্পীরা মনোনীত হন। ভোট দিয়ে দর্শকেরা বিচার করেন কোনও পুরস্কার কার যোগ্য।

প্রায় অনেকদিন ধরে টিভি৯ বাংলায় এই ভোট চালু রাখা হয়। গতকাল সেই পুরস্কার তুলে দেওয়া হল যোগ্য শিল্পীদের হাতে। বাংলা ধারাবাহিকের প্রিয় নায়কের চরিত্রে পুরস্কার পেয়েছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জিতু কমল এবং পরিণীতা ধারাবাহিকে উদয় প্রতাপ সিংহ।

এদিকে সেরা ধারাবাহিকের তালিকায় মনোনীত ছিল পাঁচটি মেগা ‘

১. পরশুরাম আজকের নায়ক ২. রাঙামতী তিরন্দাজ ৩. চিরসখা ৪. পরিণীতা ৫. ফুলকি

এদের মধ্যে পরিণীতা ধারাবাহিক সেরা ধারাবাহিক হিসাবে জয়লাভ করেছে। অন্যদিকে নায়িকা চরিত্রে দর্শকের বিচারে পেয়েছে বাংলা টেলিভিশনের দুই নায়িকা অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেত্রী অপরাজিতা ঘোষ (চিরসখা)।
তবে জনপ্রিয়তার নিরিখে এই ক্যাটাগরি পুরস্কার পাওয়া ভাগীদার ছিলেন দিতিপ্রিয়া রায়ও। এতদিন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অপর্ণা চরিত্রে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু দর্শকের বিচার থেকে বাদ পড়লেন তিনি। তাহলে কি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক মাঝপথে ছেড়ে দেওয়াই কাল হল? প্রশ্ন রয়েই যায়।