শুটিং সেটে জিতু ফিরতেই মহিলা কমিশনের দ্বারস্থ দিতিপ্রিয়া! অভিযোগ জানিয়েছেন আর্টিস্ট ফোরামকেও, ধারাবাহিক ছাড়ছেন নায়িকা?

দিতিপ্রিয়া রায়

শুক্রবার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিংয়ে ফিরতেই নতুন করে জট বাঁধল নায়ক-নায়িকার মাঝে। মনমালিন্য মিটিয়ে শুটিং সেটে জিতু ফিরলেও এবার বেকে বসলেন দিতিপ্রিয়া। তাহলে কি আবার নতুন কোন সমস্যা মাথা চাড়া দিয়ে উঠল?

ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায় নাকি এবার মহিলা কমিশনের দ্বারস্থ। এমনকি লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন আর্টিস্ট ফোরামকেও। এই নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। বিস্তারিত জানতে আনন্দবাজার ডট কম নায়িকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন ধরেননি অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়া জুড়ে জীতুর অনুরাগীদের কটূক্তি, কটাক্ষ নাকি নিতে পারছেন না দিতিপ্রিয়া। দিতিপ্রিয়াকে বয়কট করা হোক, দর্শকের এমন মন্তব্যে মানসিক ভাবে বিপর্যস্ত নায়িকা কাজে মন বসাতে পারছেন না। এবার নাকি দিতিপ্রিয়া নিজেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন।

তবে বিষয়টি যে সত্যি তা জানালেন মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। বহু জনপ্রিয় ধারাবাহিকের লেখিকা লীনাদি বলেছেন, “দিতিপ্রিয়া ওর সমস্যা জানিয়ে পরামর্শ নিতে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। ওকে জানাই, যদি ও মনে করে তা হলে আর্টিস্ট ফোরাম বা মহিলা কমিশনে লিখিত ভাবে জানাতে পারে। তার পর বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে।”

এর পরেই নায়িকা আর্টিস্ট ফোরামে লিখিত ভাবে নিজের সমস্যার কথা জানান। কিন্তু সমস্যার কথা কী লিখেছেন, এখনও জানা যায়নি।