জি-বাংলার ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে আরাত্রিকা- শ্রুতির অভিনয় ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকমহলে। উজি ও নিশার অভিনয় দেখে রীতিমতো মুগ্ধ সকলে। সম্প্রতি ধারাবাহিকের সর্বশেষ পর্ব দেখে অভিভূত পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। স্ত্রী শ্রুতির পাশাপাশি আরাত্রিকার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ স্বর্ণেন্দু।
শ্রুতি এবং আরাত্রিকার অভিনয়ে মুগ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে পরিচালক স্বর্ণেন্দু লেখেন, “শ্রুতি এবং আরাত্রিকা তোমরা অভিনয় জগতের অমূল্য সম্পদ। নিজেদের যত্নে রেখো!! বাংলা সিরিয়ালের সবাই খুব ভালো অভিনয় করছেন, কিন্তু আমার বলতে দ্বিধা নেই তোমরা যে জায়গাটা ছুঁয়ে যাচ্ছ সেটার জন্য তাপস লাগে!! তপস্যা করে যাও, তোমাদের শুটিংয়ের জায়গায় গিয়ে প্রতিটি সদস্যের জন্য হাততালি দেওয়ার অপেক্ষায় রইলাম।”
অন্যদিকে স্বর্ণেন্দুর পোস্টে কমেন্ট করেন আরাত্রিকা লেখেন, ‘দাদা তোমাকে আমার প্রণাম।’ স্বর্ণেন্দুর স্ত্রী শ্রুতি স্বামীকে ‘স্যার’ বলে সম্বোধন করে লেখেন, ‘থ্যাঙ্ক ইউ স্যার।’
পোস্টের কমেন্টে একজন নেটিজেন লেখেন, ‘কাল শ্রুতিদি যা অভিনয় করেছে তা বলে বোঝানো যাবে না। আমি নিজেও চোখের জল ধরে রাখতে পারিনি।’ অন্য একজন লিখেছেন, ‘শ্রুতির আগুন ভরা চোখ এবং আর আরত্রিকার শান্ত জেদি চোখ, দুজনের এই অনবদ্য যুগলবন্দী সত্যিই মুগ্ধ করল।’