ফিল্মমেকার নয়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্বপ্ন ছিল অন্য পেশা, ভাগ্যবশত আজ তিনি জনপ্রিয় পরিচালক

সৃজিত মুখোপাধ্যায়

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বাংলা সিনেমার একাধিক জনপ্রিয় গল্প তার তৈরি। অটোগ্রাফ, বাইশে শ্রাবণ, হেমলক সোসাইটি, জাতিস্মর, চতুষ্কোণ, রাজকাহিনী র মতো একাধিক জনপ্রিয় সিনেমার সৃষ্টিকারক তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জাতীয় পুরস্কার জিতেছেন সৃজিত মুখোপাধ্যায়। এক নামে বাংলা ইন্ডাস্ট্রি তাকে চেনেন। তার সিনেমায় অভিনয় করার স্বপ্ন থাকে সব অভিনেতা-অভিনেত্রীদেরই।

এত বড় একজন ফিল্মমেকার হওয়া সত্ত্বেও তিনি পরিচালক হতে চাননি বরং তার স্বপ্ন ছিল অন্য। এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলে, ‘আসলে আমি ফেঁসে গেছি। এত বছর ধরে আমার ছবি বানানোর কথা ছিল না। আমি ক্রিকেট জার্নালিস্ট হতে চেয়েছিলাম। বাঙ্গালোরে থাকাকালীন কালো অ্যাক্টিভা স্কুটার চেপে যখন ইএসপিএন-এর অফিসে পাশ দিয়ে বাড়ি যেতাম, তখন থেকে স্বপ্ন দেখেছি।’