বাংলা নববর্ষের আবহের মাঝেই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় এর আসন্ন ছবি ‘কিলবিল সোসাইটি’। ১১ এপ্রিল ছবি মুক্তি। এরআগে পয়লা এপ্রিল ছিল ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান।
শুধু তাই নয়, এদিন বাংলা ইন্ডাস্ট্রিতে সৃজিতের ১৫ বছরের পথ চলার উদযাপনও করা হয়। গত ১৫ টা বছর ধরে বিনোদন জগতে একজন সফল পরিচালক হিসাবে কাজ করে গেছেন সৃজিত।
২০১০ সালে ‘অটোগ্রাফ’ ছবির হাত ধরে প্রথম পরিচালনার কাজ শুরু করেন সৃজিত। প্রযোজনা সংস্থা এসভিএফ-এর উদ্যোগে এদিন সৃজিতের এই বিশেষ দিনে বসেছিল তারকাদের চাঁদের হাট। সকলকে নিয়ে কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করলেন সৃজিত।
এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন টোটা রায় চৌধুরী থেকে শুরু করে, আসন্ন ছবির নায়িকা কৌশানী মুখোপাধ্যায়, পরমব্রত চট্টপাধ্যায়, তুলিকা বসু, শাশ্বত চট্টপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন সহ অনেকেই।