বাংলা ছবির পরিচালক প্রেমাংশু রায়। বিগত সাতাশ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। বহু নাটক, সিনেমার গান লেখা, পূর্ন দৈর্ঘ্যের চলচ্চিত্র পরিচালনা করেছেন। ২০১৭ সালে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘চিলেকোঠা’। যেটা “সিডনি চলচ্চিত্র উৎসব” এ শ্রেষ্ঠ ছবি ছিল। কিন্তু সেই পরিচালকই বর্তমানে কর্মহীন।
পরিচালক প্রেমাংশু রায়ের হাতে কাজ নেই, এমনকি সংসারও চলছে না। সোশ্যাল মিডিয়ায় এসে তেমনি জানায় পরিচালক। ফেসবুকে লম্বা পোস্ট করে নিজের বর্তমান পরিস্থিতির কথা জানান এবং কাজ চেয়ে অনুরোধ জানায়।
ফেসবুকে এসে পরিচালক প্রেমাংশু রায় জানান, “দীর্ঘ দিন লকডাউন ও প্রযোজকের অভাবে আমি দীর্ঘদিন কর্মহীন। আমার সংসার চলছে না। আমি লেখা, পরিচালনা ও অভিনয় ছাড়া সত্যিই কোন কাজ জানি না যেটা দিয়ে পেটের ভাত জোগাড় করা যায়। আর শুধুই নাটকে কাজ করেও পেটের ভাত জোগাড় হয় না। আমি সিরিয়াল বা ওয়েব সিরিজের জগতে সত্যিই কাউকে চিনি না। আর চলচ্চিত্র জগতের যে সব প্রযোজকদের চিনি বা কাজ করেছি, তারা এখন কাজ করছেন না। তাই এই মানবিক আবেদন। যদি সত্যিই কেউ দয়া করে সঠিক কাজ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমি কৃতজ্ঞ থাকবো”।
শোনা যাচ্ছে পরিচালকের এই পোস্টের পরেই তার কাছে বেশ কয়েকটি ফোন এসেছে। তাই এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে খানিকটা আশাবাদী তিনি।