চুপি চুপি বিয়ে সাড়লেন দীপান্বিতা রক্ষিত! প্রকাশ্যে আনলেন হবু বরের ছবি

দীপান্বিতা রক্ষিত

টেলিপাড়ায় ফের বিয়ের সানাই। এবার বিয়ের পিঁড়িতে ‘খুকুমণি হোম ডেলিভারি’ খ্যাত অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। কার সাথে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী? সূত্রের খবর, অভিনেত্রী হবু বরের নাম গৌরব দত্ত, যিনি পেশায় পশু চিকিৎসক। বিনোদন দুনিয়ার বাইরের মানুষ তিনি।

জানা যায়, দীপান্বিতা এবং গৌরব দুজনেই নাকি বাঁকুড়ার বাসিন্দা। অভিনেত্রীর সারমেয় চিকিৎসার সূত্রের যোগাযোগ চিকিৎসক গৌরবের সাথে। সেখান থেকেই প্রেমের সুত্রপাত।

সামাজিক বিয়ে এখন করবেন না। আর হাতে মাত্র কিছুদিনের অপেক্ষায়। তারপরেই প্রেমিক গৌরবের সাথে বিবাহ বন্ধনে বাঁধা পরতে চলেছেন অভিনেত্রী।

গতকাল ১৫ ই ডিসেম্বর প্রেমিক গৌরবের সাথে আইনি বিয়ে সাড়লেন দীপান্বিতা। আর সেই সুখবর নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। এমনকি সমাজ মাধ্যমে হবু বরের ছবিও প্রকাশ্যে আনলেন তিনি।

আংটি বদলও সেরেছেন দুজনে। আইনি বিয়ের জন্য সোনালি রং বেছে নিলেন দুজনে। দীপান্বিতার পরেন সোনালি টিস্যু সিল্কের শাড়ি। গলায় হিরের নেকলেস, কানে দুল। ছিমছাম সাজই পছন্দ অভিনেত্রীর। অভিনেত্রীর বাঁ হাতের অনামিকায় জ্বলজ্বল করল গৌরবের হাতে পরানো হিরের আংটি। বউয়ের সঙ্গে রং মিলেয়ে সোনালি পাঞ্জাবি পরেছিলেন পশুচিকিৎসক গৌরব। এবার নিজেদের সম্পর্কে আইনি সিলমোহর দিলেন এই জুটি।

সমাজমাধ্যমে আইনি বিয়ে সাড়ার ছবি পোস্ট করে দীপান্বিতা লেখেন, “অফিসিয়ালি ম্যারেড”। অভিনেত্রীর পোস্ট সামনে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা।

দীপান্বিতা রক্ষিত

 

View this post on Instagram

 

A post shared by Dipanwita Rakshit (@dipanwitarakshit)