সেলিব্রেটি হয়েও সাধারণ মানুষের মতো রাস্তায় দাঁড়িয়ে জমিয়ে ফুচকা খেলেন ‘খুকুমণি’ খ্যাত দীপান্বিতা রক্ষিত

দীপান্বিতা রক্ষিত

ফুচকা এমন একটি খাবার যা দেখলেই জিভে জল আনে নারী থেকে পুরুষের। সাধারণ মানুষ হোক বা সেলিব্রেটি ফুচকা দেখলে নিজেকে সামলাতে পারেন না কেউই। তেমনি এক দৃশ্য ফুটে উঠল কলকাতার রাস্তায়।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। যিনি ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছেন দর্শকমহলে। এই মুহূর্তে  ‘ডান্স ডান্স জুনিয়র’ এর মঞ্চে মেন্টর আসনে দেখা যাচ্ছে তাঁকে।

তবে এবার ডায়েট ভুলে অভিনেত্রীকে দেখা গেল ফুচকা উপভোগ করতে। সাধারণ মানুষের মতো রাস্তায় দাঁড়িয়ে জমিয়ে ফুচকা খেলেন দীপান্বিতা। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “আমি একজন ফুচকা লাভার”। অর্থাৎ অভিনেত্রী বুঝিয়ে দিলেন যতই সেলিব্রেটি হয়ে তাঁকে ডায়েটে মেনে চলতে হোক কিন্তু ফুচকা দেখলে নিজেকে সামলাতে পারে না।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here