স্টার জলসায় নতুন ধারাবাহিকের নায়িকা দীপান্বিতা, বিপরীতে টেলিপাড়ার জনপ্রিয় নায়ক

অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত

টেলিপাড়ার জোড় কানাঘষো, স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক। আর এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। ‘সাঁঝের বাতি’, ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘তুঁতে’ -র মতো একাধিক মেগায় কাজ করেছেন দীপান্বিতা।

শোনা যাচ্ছে, দীপান্বিতার নায়কের চরিত্রে দুজনের লুক সেট হয়েছিল। এক রণজয় বিষ্ণু আর দ্বিতীয় অভিনেতা শুভ্রজিৎ সাহা। জানা যাচ্ছে, শুভ্রজিৎ সাহার লুক সেট চূড়ান্ত হয়েছে। অর্থাৎ দীপান্বিতার সাথে এবার জুটি বাঁধবেন শুভ্রজিৎ।

অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত

দুজনের একসাথে লুক সেটেও হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই প্রোমো শুট হবে। সূত্রের খবর এসভিএফ প্রোডাকশনের নতুন ধারাবাহিক আসতে চলেছে পর্দায়। ইতিমধ্যে এসভিএফের ‘চিরদিনই তুমি যে আমার’ দর্শকমহলে সবচেয়ে চর্চিত মেগা। সেই সাফল্যের পর আবারও নতুন মেগা আনছেন তারা। এই ব্যানারে নায়িকা হবে দীপান্বিতা।