শাশুড়ি মার মধুরতম স্মৃতিচারণে ডিঙ্কা ওরফে সপ্তর্ষি মৌলিক

সপ্তর্ষি মৌলিক

বাংলা ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় মুখ সোহিনী সেনগুপ্ত এবং সপ্তর্ষি মৌলিক । তাদের ভালোবাসার কাহিনী প্রমাণ করেছে সম্পর্কে বয়স একটা সংখ্যা মাত্র।

আজ থেকে ৮ বছর আগে ২০১৩ সালে নাটক করতে গিয়ে পরিচয় হয় সোহিনী-সপ্তর্ষি। প্রথম দেখাতেই সোহিনীর প্রেমে পড়ে গিয়েছিলেন সপ্তর্ষি। তিন মাস প্রেম করার পর রেজিস্ট্রি ম্যারেজ সেরে নিয়েছিলেন তাঁরা।

বয়স নিয়ে নিন্দুকদের মন্তব্য পাত্তা না দিয়ে আট আটটা বছর কাটিয়ে ফেলেছেন দাম্পত্য জীবনে। তাদের ‘হ্যাপি লাকি কাপল’ বলা হয়।

কিছুদিন আগেই মা-কে (স্বাতীলেখা সেনগুপ্ত) হারিয়েছেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। তাই তাদের কাছে এইবছর পুজোটা ফ্যাকাসে। মন খারাপের পুজোয় কলকাতা থেকে দূরে থাকতে চাইছেন। পুজোর দিনগুলোতে স-পরিবারে নিয়ে মুসৌরি পাড়ি দিচ্ছেন অভিনেতা সপ্তর্ষি।

শাশুড়ি মার স্মৃতিচারণে সপ্তর্ষি জানান, তার কাছে হানিমুনের দিনগুলোই  জীবনের অন্যতম মধুরতম স্মৃতি। বিয়ের পর পুজোয় ছুটি হানিমুনের জন্য বেছে নিয়েছিলেন তাঁরা। তবে সবচেয়ে মজার স্মৃতি হল হানিমুনে তাদের সঙ্গে তার শাশুড়ি মা  স্বাতীলেখা সেনগুপ্ত সঙ্গী হয়েছিলেন।

সপ্তর্ষি মৌলিক জানান, ‘আমার শাশুড়ি আগে আমার ম্যাম, তারপর শাশুড়ি। আমরা বেড়াতে যাব শুনে ম্যাম বলেছিলেন  অনেক দিন বেড়াতে যাইনি, আমায় নিয়ে যাবি?’ আমার কাছে সবচেয়ে মিষ্টি মুহূর্ত ছিল ওটা”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here