বাংলার জনপ্রিয় নন-ফিকশন শো ‘দিদি নাম্বার ১’। ‘দিদি নাম্বার ১’ মানেই সকলের কাছে সঞ্চালিকা রচনা ব্যানার্জী। ১০ বছরের বেশি সময় ধরে তার হাত ধরেই এই শো খ্যাতি লাভ করেছে। তবে জানেন কি রচনার হাত ধরে এই শোয়ের যাত্রা শুরু হয়নি বরং প্রথম এই শো শুরু হয় অন্য এক জনপ্রিয় অভিনেত্রীর হাত ধরে। কে তিনি?
তিনি হলেন অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়। তার হাত ধরেই এই শোয়ের যাত্রা। ত্র একটি সিজন সঞ্চালনা করেই শো ছেড়ে বেরিয়ে যান। ব্যক্তিগত কারণেই সরে দাঁড়ান তিনি। পরবর্তীকালে শোনা গিয়েছিল অভিনেত্রীর মায়ের ক্যান্সারের লাস্ট স্টেজ চলছিল এবং পরিবারের পাশে থাকতেই দিদি নং ১ শো ছাড়েন।
এরপর সেই সুযোগ যায় রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রথমে ছোটপর্দায় কাজ করতে রাজী না হলেও পরবর্তীকালে রচনা হ্যাঁ বলে দেন। আর তারপরেই শুরু হয় সঞ্চালিকা হিসাবে রচনার জার্নি।
মাঝে রচনা বিরতি নিয়েছিলেন সেই সময় জুন মালিয়া, দেবশ্রী রায়ের মতো অভিনেত্রীকে দিয়ে সঞ্চালনা করা হয়। তবে রচনার ধারেকাছে ঘেঁষতে পারেনি কেউ। দর্শকের অনুরোধে আবার রচনাকেই ফিরতে আসতে হয় শোয়ের হাল ধরতে।