স্বামীর মৃত্যুর পর চা বিক্রি করেই তিনটি ফ্ল্যাট, একটা বাড়ি! শিখা দেবীর জীবন সংগ্রামের গল্প শুনে প্রশংসা জানালেন রচনা ব্যানার্জি

শিখা দেবী

জি-বাংলার জনপ্রিয় একটি নন-ফিকেশন শো ‘দিদি নং ১’। বহু বছর ধরেই অভিনেত্রী রচনা ব্যানার্জির হাত ধরে চলছে এই শো। বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ আসেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। তারা এসে নিজেদের জীবনের কথা তুলে ধরেন সঞ্চালিকার সামনে।

সম্প্রতি ‘দিদি নং ১’ এর মঞ্চে এসেছিলেন শিখা দেবী নামে এক মহিলা। যিনি অভিনেত্রীর সামনে নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন। তাঁর গল্প শুনে প্রশংসা জানান স্বয়ং রচনা ব্যানার্জি। শিখা দেবীর স্বামী হাইকোর্টের মোহরি ছিলেন কিন্তু দুর্ঘটনায় পা নষ্ট হয়ে যায়। সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়ে তাঁর উপর। স্বামীর অ্যাক্সিডেন্টের পর শ্বশুরবাড়ির কারও সাহায্যে মেলেনি। ২০০৬ সালে  স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়েন তিনি। কাঁধে চার সন্তানের দায়িত্ব। সম্বল বলতে ছোট্ট একটা ঝুপড়ি এবং একটি সসপেন।

তারপর থেকেই চা বিক্রি করা শুরু করেন শিখা দেবী। প্রথমদিকে জনতার মধ্যে সেই সসপেন দিয়েই প্রথম চা বিক্রি করা শুরু করেন। সকলের সাপোর্ট পেয়েছিলেন। এরপরই এক লিটার, দু-লিটার থেকে বর্তমানে ১০০ থেকে ১১০ লিটার চা তৈরি করে বিক্রি করেন তিনি। চা বিক্রি করেই চার সন্তানকে মানুষ করেন। যদিও এখন চায়ের দোকান সুন্দর করে গুচ্ছিয়ে নিয়েছেন। ভোর সাড়ে ৩টে থেকে ৪-টের মধ্যে দোকান খোলেন। এই টাকা দিয়ে তিনটি ফ্ল্যাট এবং যেই ভাড়া বাড়িতে থাকতেন, সেই বাড়ি কিনেছেন। এইভাবেই ১৬ বছর ধরে চা বিক্রি করেন মানিকতলা ভিআইপি রোডের উপর। ছেলেদের একাই বড় করে তুলেছেন এবং বিয়ে দিয়েছেন। বলাই বাহুল্য তাঁর মুখে এই গল্প শুনে প্রশংসা জানিয়েছেন নেটিজেনরা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here