‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে রচনা বন্দ্যোপাধ্য়ায়ের সামনে বহু প্রতিযোগীদের নিজেদের জীবনের লড়াইয়ের কাহিনী তুলে ধরতে দেখা যায়। তেমনি এক ছক ভাঙার গল্প প্রশংসিত হচ্ছে নেটদুনিয়ায়। ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সেই ভিডিও।
‘দিদি নম্বর ১’ একটি ভিডিওতে শোনা যায় দেবপ্রিয়া দত্ত নামের এক মহিলার সাফল্যের কাহিনী। ইনি নিজের হাতে নানা রকম প্রসাধনী তৈরি করে বিক্রি করেন। নিজের এই ব্যবসার জার্নির কথা বলতে গিয়ে দেবপ্রিয়া জানান, তার এই কাজের শুরু মায়ের রান্নাঘরের জিনিস দিয়ে।
একদিন নাকি মায়ের রান্নাঘরে গিয়ে মুসুরির ডাল, ছোলার ডাল, গোবিন্দভোগ, আতপ চাল নিয়ে ভালোকরে ধুয়ে রোদে শুকিয়ে নেন। তারপর সেগুলো পেস্ট করে চন্দন পাউডার এবং নিমের পাউডার মিশিয়ে একটি প্রোডাক্ট তৈরি করেন। ২৪০ টাকা দিয়েই নিজের ব্যবসা শুরু করেন। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুড়ো করে মিশ্রণটিকে মধুর শিশিতে ভরে তার নাম দেন উবটান’ পাউডার। সেই প্রোডাক্ট ফেসবুকে প্রচার শুরু করেন। সকলের কাছে ভালো ফিডব্যাক পেয়েছিলেন। প্রথম দিন ১০ জনের কাছে বিক্রি করেছিলেন তিনি। সেখান থেকে ১৫০ টাকা আয় করেন।
এরপরই থেকে দেবপ্রিয়া দত্তের আগ্রহ বাড়তে থাকে। নানান রকম প্রসাধনী তৈরির ব্যবসায় লেগে যান। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তার ক্রেতা রয়েছে। এমনকি এখন ব্যাঙ্গালুরু থেকে প্রাসধনী তৈরির ট্রেনিংও নিচ্ছেন। নিজের প্রোডাক্ট আগে নিজের মুখে ট্রাই করেন তারপর সেটা বাজারে বিক্রি করেন। এইভাবে আজ তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। দেবপ্রিয়ার এই গল্পে প্রশংসা জানাচ্ছেন নেটিজেনরা।