রিয়েলিটি শো মানেই প্রথম আমাদের মাথায় যেটা আসে বাস্তব। আমাদের ধরনা বাস্তবের ঘটে যাওয়া কিছু ঘটনাই অনেক রিয়েলিটি শোয়ে দেখানো হয়। সত্যিই কি তাই? নাকি টিআরপির জন্য পুরোটাই সাজানো? এমনি এক রিয়েলিটি শো-এর পিছনের কাহিনী তুলে ধরলেন অসহায় এক পুরুষ।
জি-বাংলার সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নং ১’। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই শোয়ের জকনপ্রিয়তা তুঙ্গে। প্রচুর দর্শকের ভালোবাসা পেয়েছে এই শো। তবে এবার এই রিয়েলিটি শো নিয়েই এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন বেহালার অরূপ কুমার ভূঁইয়া। কি বলছেন তিনি?
বেহালার অরূপ কুমার ভূঁইয়া একটা সরকারি ব্যাংকে কর্মরত। তাঁর প্রাক্তন স্ত্রী ‘দিদি নং ১’-এর মঞ্চে এসে তার নামে মিথ্যে বলেন। আর সেটা দেখার পর এক সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগড়ে দেন।
এই ব্যক্তি নিজের অতীতের পুরো ঘটনা তুলে ধরে জানান, “টিভি চ্যানেলগুলোতে মেয়েদের অত্যাচারিত হওয়ার কাহিনী শুনিয়ে পুরুষদের বদনাম করা এবার বন্ধ করা হোক। দিদি নাম্বার ওয়ান এর মতো শো বন্ধ করা উচিত যারা টিআরপি বাড়ানোর জন্য পুরুষদের বদনাম করে এই শো”।