দিতিপ্রিয়া ছেড়ে দেওয়ার জন্যই কমেছে ‘চিরদিনই তুমি যে আমার’-এর রেটিং? জানুন ধারাবাহিকের রেটিং কমা’র আসল সত্য

চিরদিনই তুমি যে আমার

এই মুহূর্তে প্রশ্নের মুখে জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ তা বলার অপেক্ষা রাখে না। গণনায় অনুযায়ী, টিআরপি টপে থাকা দুই ধারাবাহিকের চেয়েও ‘চিরদিনই তুমি যে আমার’ ধারবাহিকের জনপ্রিয়তা বেশি সোশ্যাল মিডিয়ায়।

প্রায় তিন মাস ধরে চলতে থাকা নায়ক-নায়িকার বিতর্ক, নায়িকা ধারাবাহিক ছেড়ে দেওয়া থেকে নতুন নায়িকার এন্ট্রি, কোনও কিছুই এই ধারবাহিকের জনপ্রিয়তা কমাতে পারেনি। প্রথমদিনের মতোই আজও এই ধারাবাহিক রয়েছে সমতুল্য খ্যাতিতে। তাহলে টিআরপি? জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন কমেছে এই ধারাবাহিকের রেটিং? আজ সেই তথ্যই তুলে ধরবো আমাদের পেজে।

এক ছোট গণনায় স্পষ্ট সেই আসল কারণ। অনেকের মতে, অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ধারাবাহিক ছেড়ে যাওয়ার রেটিং কমছে। আদতে কি ব্যাপারটা তেমন? গণনা বলছে একেবারেই নয়, ধারাবাহিকের রেটিং কমে যাওয়ার মূল কারণ দিতিপ্রিয়া নয় বরং জিতু আর দিতিপ্রিয়ার ফ্যানেদের ইগোর লড়াই। খেয়াল করলে দেখা যাবে এই ধারাবাহিকের বিয়ের এপিসোড নিয়ে তুমুল উত্তেজনা ছিল সোশ্যাল মিডিয়ায়।

চিরদিনই তুমি যে আমার

সূত্র বলছে, আর্য-অপর্ণার বিয়ের সপ্তাহে সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের মধ্যে উত্তেজনা দেখা যায়। ওটিটি প্লাটফর্ম থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক পেজে সবচেয়ে বেশি এই মেগার বিবাহ অভিযানের ছবি, ভিডিও তৈরি করা হয়েছে যা অন্য ধারাবাহিকে দেখা যায়নি। আর সেইসব ছবি, ভিডিওতে হাজার হাজার কমেন্টের বন্যা। বোঝাই যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে এই ধারাবাহিকের ক্রেজ কতটা। তাহলে?

আসলে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের অসংখ্য ফ্যান পেজ থেকে এই মেগা ধারাবাহিকের রেটিং ফেলে দেওয়ার জন্য বয়কটের ডাক উঠেছে। খুব সম্ভবত লক্ষ্মী ঝাঁপি’র দিকে ফোকাস করছেন তারা এবং টিভিতে বিপরীত চ্যানেলের রেটিং বাড়ছে। অর্থাৎ অভিনেত্রীর ছেড়ে যাওয়া রেটিং কমার মূল কারণ নয়।

এবার আসা যাক, সাধারণ দর্শকের কথায়, যারা শুধুমাত্র এই ধারাবাহিকের ভক্ত। হ্যাঁ, এটা ঠিক এতদিন তারা এক মুখ দেখতে দেখতে অভ্যস্ত ছিলেন। তাই নতুন মুখকে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। তবে অধিকাংশ দর্শক কিন্তু অভিনেত্রী শিরীন পালের অভিনয় পছন্দ করছেন। তাই গণনা বলছে, সেই সমস্ত সাধারণ মানুষ টিভিতে না দেখলেও ধারাবাহিক দেখা কিন্তু ছাড়েননি বরং ওটিটি প্ল্যাটফর্মে তারা ধারাবাহিক দেখছেন। টিভিতে কতজন মানুষ দেখছেন তার উপর নির্ভর করে টিআরপি। তাই রেটিং একটু হলেও কমেছে।

চিরদিনই তুমি যে আমার

ধারাবাহিক কমার আরও একটি কারণ হল ‘সময়’। একদল দর্শকের দাবি চ্যানেল তরফ থেকে সন্ধ্যা সাড়ে ছ’টা আগেই টিভিতে শুরু হয়ে যাচ্ছে চিরদিনই মেগা। যার জন্য টিআরপির কাউন্টে সমস্যার সৃষ্টি হচ্ছে।

এই ধারাবাহিকের দুই সপ্তাহে কম টিআরপি আরও মূল কারণ নেগেটিভ ট্র্যাক। কারণ টিভিতে বয়স্ক মানুষেরা সিরিয়াল বেশি দেখেন, তারা ভিলেনর ষড়যন্ত্র এসব দেখতে পছন্দ করে থাকেন সেক্ষেত্রে আর্য-অপর্ণা’র বিয়ের ট্র্যাক চলায় সেভাবে নেগেটিভ ট্র্যাক দেখানো হচ্ছে না তার জন্য কমেছে ধারাবাহিকের টিআরপি। লক্ষ্য করলে দেখা যায় নতুন নায়িকার এন্ট্রি পরও এই ধারাবাহিকের এক সপ্তাহে রেটিং বেড়ে যায়, সেক্ষেত্রে নতুন নায়িকার এন্ট্রিতে কিন্তু ধারাবাহিকের টিআরপি কমার কারণ নয়।

লক্ষণীয়, শিরিন যোগ দেওয়ার পর আর্য-অপর্ণার রোম্যান্স জমজমাট হচ্ছে। তাই দর্শক রোম্যান্স, নেগেটিভ ট্র্যাক দুটোই দেখতে চাইচ্ছেন। সেদিক থেকে আগামীতে কিছু সপ্তাহে যে রেটিং বাড়বে, তা আশা করা যায়। কারন বিয়ের পর্বের রেটিং আসবে আগামী সপ্তাহে।

ইদানীং যেভাবে ধারাবাহিকের গল্পে রাজনন্দিনী, মানসী-মীরার চক্রান্ত মিলিয়ে মিশিয়ে ট্র্যাক চলছে তাতে আগামিদিনে চিরদিনই নিজের ফর্মে ফিরতে খুব বেশি সময় নেবে না। তবে গণনা অনুযায়ী, টিআরপি কমলেও, ওটিটিতে এই ধারাবাহিকে বিয়ের পর্বে এখনো অবধি সবচেয়ে বেশি লাভ করেছে চ্যানেল। তাই আগামীদিনে  ‘চিরদিনই তুমি যে আমার’-দিকে যে নজর থাকবে, তা নিয়ে সংশয় নেই।