কনের সাজে অভিনেত্রী মৌমিতা সরকার! চুপিসারে বিয়ে সারলেন ‘লাভ বিয়ে আজকাল’-এর নায়িকা?

অভিনেত্রী মৌমিতা সরকার

স্টার জলসার  ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকের হাত ধরেই বাংলা সিরিয়ালে পা রাখেন অভিনেত্রী মৌমিতা সরকার। ছোটপর্দায় তার প্রথম কাজ ছিল। এই ধারাবাহিকে শ্রাবণের চরিত্রে অভিনয় করছিলেন মৌমিতা। ভালোই জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি।

ধারাবাহিকেরত মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন অসুস্থ হওয়ার জন্য। হঠাৎই শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পেরছিলেন, মাঝে মাঝে প্যানিক অ্যাটাকের শিকারও হয়েছিলেন অভিনেত্রী। তাই বাধ্য হয়েই ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন।

আর তার পরিবর্তে জায়গা নিয়েছিলেন তৃণা। তৃণা এলেও পুরনো শ্রাবণকেই দেখতে চেয়েছিলেন দর্শকেরা। মৌমিতা আবার ছোটপর্দায় কবে ফিরবেন তা জানা নেই। তবে নিজের সোশ্যাল একাউন্টে মাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রতিনিয়ত নিজের আপডেট শেয়ার করে থাকেন।

তবে আচমকাই তার একটি ভিডিও ভাইরাল। লাল বেনারসি, কপালে চন্দন কনের সাজে ধরা দিলেন মৌমিতা সরকার। তাহলে কি চুপিসারে বিয়ে সারতে চলেছেন ছোটপর্দার শ্রাবণ?

 

View this post on Instagram

 

A post shared by SAJAL DEBNATH (@makeupbysajaldebnath)

একেবারেই নয়, আসলে অভিনেত্রী কনের সাজের এই লুক একটি ফোটোশুটের। আগে কখনো এরকম ভাবে বিয়ের সাজে ধরা দেননি। তাই প্রথমে দেখে দর্শক অবাক হয়েছিলেন। তবে ক্যাপশন দেখে বোঝা যায় কোনও এক ফটোশুটের জন্যই তার এই সাজ। অর্থাৎ বিয়ে করেননি অভিনেত্রী। তবে তার কনের সাজ বেশ নজর কেড়েছে দর্শকের। আপাতত দর্শক চান মৌমিতা আবার সিরিয়ালে ফিরুক।