
চারিদিকে বিবাহ বিচ্ছেদের মাঝে আচমকাই অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের খবর। আর সেই খবর সামনে আনেন স্বয়ং তার দ্বিতীয় স্ত্রী পৃথা। আচমকাই সোশ্যাল মিডিয়ায় পৃথা পোস্ট করে জানায়, ‘আমরা আর একসঙ্গে নেই। আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনি ভাবে বিবাহ বিচ্ছেদ নিলাম। তবে আমরা সারাজীবন বন্ধু থাকব।’
আর মুহূর্তের মধ্যে অভিনেতার স্ত্রীর সেই পোস্ট ছড়িয়ে পড়ে। প্রথম বিয়ে ভাঙার পর পৃথাকে ভালোবেসে বিয়ে করেন সুদীপ। তার দুটি ছেলেও রয়েছে। আচমকাই পৃথার পোস্টে গোটা টেলি পাড়ায় রটে যায় সুদীপের বিয়ে ভাঙার খবর।
এদিকে সুদীপের পাল্টা দাবি পুরোটাই নাকি রসিকতা। কি বলছেন অভিনেতা? স্ত্রী পৃথার বিবাহ বিচ্ছেদ পোস্টের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভিডিও শেয়ার করেন অভিনেতা। ভিডিওতে তিনি বলেন, ‘চারিদিকে এত ডিভোর্সের খবর, পৃথার তাই হঠাৎ মনে হয়, যদি এইরকম কোনও নিউজ মাদের নিয়ে হয়, তাহলে কী হবে! ও ব্যাপারটা অতটা ভেবে দেখেনি। বোঝেনি যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল রটনা তৈরি হবে, মিডিয়া ঝাঁপিয়ে পড়বে। আর আমিও সারাদিন শ্যুটিংয়ের মধ্যে ছিলাম তাই জানতাম না। হঠাৎ করেই দেখলাম আমার কাছে প্রচুর মিডিয়ার বন্ধুদের ফোন আসছে। আমার কাছের বন্ধুদের ফোন আসছে। আমি তাই কাজের মধ্যে ফোন বন্ধ করে রেখেছিলাম। বুঝতে পারিনি। আর ও না বুঝেই পোস্ট করেছিল, এটা আসলে একটা প্র্যাঙ্ক।’
সুদীপের ভিডিও বার্তার কিছুক্ষণ পর পৃথা তার পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেন। অর্থাৎ সুদীপ আর পৃথার ডিভোর্স হচ্ছে না পুরোটাই মজার ছলে করা হয়েছে।