নিম ফুলের মধু-র রুচিরা চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী সৌমি চক্রবর্তী। তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে উঁকি মারলে জানা যাবে, বেশ অনেকদিন ধরেই ইউটিউবার পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রেম চলছে সৌমির।
সোশ্যাল মিডিয়ায় হামেশাই প্রেমিক পৃথ্বীশের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন সৌমি। শুধু তাই নয়, দুজনে একসঙ্গে ভ্লগিংও করেন। আর এরকমই একটি ভ্লগে পাকা দেখার খবরও দিয়েছিলেন অভিনেত্রী। তবে আচমকাই সোশ্যাল মিডিয়া থেকে প্রেমিকের সঙ্গে ছবি উধাও। তবে কি সৌমি-পৃথ্বীশের বিচ্ছেদের আভাস দিলেন অভিনেত্রী।
পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায় পেশায় ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরেই। দীর্ঘ সময় ধরেই একত্রবাস করছেন সৌমি ও পৃথ্বীশ। এবং অবশ্যই তা দুই পরিবারের সম্মতিতে। এমনকী, কাজের ফাঁকে ছুটিছাটা পেলেই দুজনে ঘুরতে চলে যান একে-অন্যের বাড়িতে।
সম্পর্ক এতদূর গড়ানো সত্বেও হঠাৎ কি এমন হল যে সোশ্যাল মিডিয়া থেকে ছবি মুছলেন সৌমি। যদিও এই বিষয়ে আপাতত দু’জনের কেউই মুখ খোলেননি।