নিজে স্কুলে যাননি তবে কমলালেবু বেচে গড়েছেন স্কুল, মহৎ কাজের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন হাজব্বা

হাজব্বা

এক মহান দৃশ্যের সাক্ষী হল গোটা দেশ। যার প্রতিদিনের আয় মাত্র ১৫০ টাকা, রোজগারের স্বল্প টাকা বাঁচিয়ে সে আজ একটি স্কুল তৈরী করে ফেলেছেন। এই মহান কাজের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন হারেকালা হাজব্বা।

হাজব্বা

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ম্যাঙ্গালুরুর নিউপাদাপুত গ্রামে বাসিন্দা রেকালা হাজব্বা। বয়স প্রায় ৬৪ ছুঁই ছুঁই। পেশায় একজন কমলালেবু বিক্রেতা। সারাদিনে কমলালেবু বিক্রি করে ১৫০ টাকা মত রোজগার করেন। কিন্তু এই টাকা থেকেই রোজ অল্প অল্প সঞ্চয় করে একটি স্কুল তৈরী করে ফেলেছেন এই ব্যক্তি। তার তৈরি করা স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। ১৭৫ জন মতো ছাত্র ছাত্রীও রয়েছে।

হাজব্বা

আসলে ছোটবেলায় কোনোদিন স্কুলে যাওয়া হয়নি হাজব্বার। অধরা থেকে যায় তার পড়াশুনোর স্বপ্ন। তবে গ্রামের বাকিরা শিক্ষার আলো থেকে দূরে থাকুক সেটাও মেনে নিতে পারেনি সে। তাই ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশুনো শেখানোর জন্য এক একর জমির ওপর ২০০০ সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন হাজব্বা। শুধু স্কুল নন তার ইচ্ছে রয়েছে ভবিষ্যতে কলেজ তৈরী করার। যাতে ছাত্রছাত্রীরা স্কুল থেকে বেরিয়ে কলেজের থেকেও শিক্ষা পায়। যাতে সমাজকে আরও উন্নত করতে পারে তারা। এইরকম মহৎ ভাবনা চিন্তার জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন হারেকালা হাজব্বা।

হারেকালা হাজব্বা এবিষয়ে জানান, ‘একবার  কমলা লেবু বিক্রি করার সময় এক বিদেশী দম্পতি এসে দাম জিজ্ঞাসা করে। কিন্তু তারা কি বলছে কিছুই বুঝতে পারেনি। আমি টুলু আর বিহারি ভাষা ছাড়া কিছুই জানতাম না। তাই তখনই সিদ্ধান্ত নিই গ্রামের বাকি বাচ্চাদের এই সমস্যার মধ্যে পড়তে দেব না। আর আয়ের টাকা দিয়ে ধীরে ধীরে জমিয়ে একটা স্কুল তৈরি করি”। সত্যিই আজও এমন মানুষ পৃথিবীতে রয়েছেন। তাকে বাহবা জানিয়েছেন সকলে।

সূত্রঃ bongtrend . com/orange-seller-named-harekela-hajabba-gets-padma-shri-2021/

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here