হাতে গোনা আর মাত্র ২০ দিন, অন্তঃসত্ত্বাকালীন পরিস্থিতির একেবারে শেষ পর্যায়ে রয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। তবে এই প্রথমবার নয়, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। এমন অবস্থায় তাকে পুরোপুরি বেড রেস্টেই থাকতে বলেছেন চিকিৎসক। কিন্তু এর মাঝেই একী কান্ড করে বসলেন মানসী?
সম্প্রতি নিম ফুলের মধুর সেটে জ্যোঠিমা ওরফে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ভিডিও করে দেখান মানসীর কান্ডকারখানা। সেখানে দেখা যাচ্ছে পরনে কালো রঙের সিল্কের শাড়ি, গলায় হার, বেশ সেজেগুজেই ধারাবাহিকের সেটে এসে উপস্থিত হয়েছেন। এর আগে পরে পরিচালক জিৎ চক্রবর্তীর বিয়ের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন মানসী।
তাকে দেখেই তনুশ্রী বলে ওঠেন, ‘তোর আর ১মাস ডেলিভারি বাকি, আমাদের মেকআপ রুমে কী করছিস?’ আর তখনই মানসী বলতে শোনা যায়, ‘আরে, আমাদের মানেটা কী, এটা তো আমারও। আর ১ মাস নয় আমার ডেলিভারির ২০ দিন বাকি।’
মানসী আরও বলেন, ‘আমি তো নরম্যাল আছি, কী করব, বাড়িতে বিছানায় শুয়ে থাকব? আমি বলছি, রেস্ট নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে হচ্ছে না। ডাক্তারও বেড রেস্ট বলেছেন, কারণ হাই রিস্ক প্রেগন্য়ান্সি। তবে রিস্ক কিছু না, আমার তেমন কোনও সমস্যাও হচ্ছে না তবে আগের বেবি আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তাই ডাক্তাররা আমাকে এই সময়টা বেডরেস্টে থাকতে বলেছেন।’
তনুশ্রী ফের প্রশ্ন করেন, বাড়িতে কিভাবে সময় কাটছে তাহলে মানসীর? উত্তরে মানসী জানান, ‘সকাল বেলা ঘুম থেকে উঠি, ছুতো খুঁজি কীভাবে বাড়ি থেকে বের হব। গাড়ি নিয়ে বেরিয়ে যাই। আরে ডাক্তারের অ্যাপয়ন্টমেন্ট না থাকলেও জোর করে নি, তাহলে তো বাড়ি থেকে বের হতে পারব।’
হাতে গোনা আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই নতুন সদস্য ঘরে আসতে চলেছে মানসীর।
সুত্রঃ https :// bangla. hindustantimes. com/