অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য, দর্শকমহলে এই মুহূর্তে দ্যুতি হিসাবেই বেশি খ্যাত। ‘গাঁটছড়া’ ধারাবাহিকের খড়ির বোনের চরিত্রে অভিনয় করে মিলেছে বিরাট জনপ্রিয়তা। এর আগে একাধিক ধারাবাহিকের অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে আচমকাই বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী।
পৌষ মাসেই সাত পাকে বাঁধা পড়লেন ‘গাঁটছড়া’র দ্যুতি ওরফে শ্রীমা ভট্টাচার্য? সম্প্রতি ইনস্টাগ্রামে শ্রীমা তার সিঁদুরদানের ভিডিয়ো পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় হইচই। ভিডিওতে দেখা যাচ্ছে, পরনে লাল শাড়ি, গা ভর্তি গয়না, গলায় মালা, একবারে নববধূর সাজে সেজে বিয়ের আসরে বসে শ্রীমা।
ভিডিও দেখে অনেকে সত্যিই ভেবে নিয়েছেন যে অভিনেত্রী কি তাহলে বিয়ে করে নিয়েছেন। কিন্তু আদতেও তা সত্যি নয়, বিয়ের সাজে সাজলেও তা শুধুমাত্র ফটোশ্যুটের জন্য। এদিন একটি ব্রাইডাল শ্যুট করেন গাঁটছড়ার দ্যুতি। ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহার জন্য এই ভিডিয়ো শ্যুট করেছেন অভিনেত্রী। আর সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।
Instagram-এ এই পোস্টটি দেখুন