কিছুদিন আগেই শেষ হয়েছে আরাত্রিকা মাইতি অভিনীত ধারাবাহিক ‘মিঠিঝোরা’। এরপরেই বড়পর্দায় সুযোগ মেলে আরাত্রিকার। ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ ছবিতে দিব্যজ্যোতি দত্তর বিপরীতে লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় অভিনয় করেছেন আরাত্রিকা। ছবির শ্যুটিংয়ের কাজও কিছুদিন আগেই শেষ করেছেন অভিনেত্রী।
এরই মাঝে অভিনেত্রী লেখেন, ‘আমি এখনও অঝোরে কেঁদে যাচ্ছি…’। হঠাৎ কি এমন হল আরাত্রিকার? কি কারণে মন খারাপ অভিনেত্রীর? আসল ব্যাপারটা হল ছবিতে ডাবিংয়ের কাজ করে আবেগপ্রবণ পোস্ট করলেন অভিনেত্রী।
ছবির জন্য ডাবিং করার পর, নিজের একটি ছবি পোস্ট করে আরাত্রিকা ক্যাপশনে লেখেন, ‘আজ আমার প্রথম সিনেমা,আমার স্বপ্নপূরণের প্রথম ধাপ ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ডাবিং ছিল । সত্যি বলতে আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারবো না ,আমি এখনও অঝোরে কেঁদে যাচ্ছি , ঝাড়গ্রামের সেই মেয়েটা যখন বুক ভরা স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিল নিজেকে যে বড় পর্দায় দেখবে সেটা কখনও ভাবেনি।’
‘শ্যুটিং শেষ হয়ে গেল আজ অনেক দিন হল, এত দিন এরকম কিছু হয়নি, কিন্তু আজ যখন ডাবিংয়ে গিয়ে নিজের গানের দৃশ্যে একটা অভূতপূর্ব কীর্তণ দেখলাম, অজান্তেই কখন যে চোখ থেকে জল পড়তে শুরু করল বুঝতেই পারিনি!’
ছবির পাশাপাশি আরাত্রিকার নতুন মেগা ‘জোয়ার ভাটা’ আসছে জি বাংলার পর্দায়।