
গত ২৯ এপ্রিল আইনিভাবে চার হাত এক হয়েছে ছোট পর্দার জনপ্রিয় মুখ শার্লি মোদক এবং অভিষেক বসু’র। তাদের প্রেম নিয়ে গুঞ্জন শোনা গেলেও প্রকাশ্যে কখনও কথা বলেননি তারা। বিয়ের পর থেকেই একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করতে দেখা যেত এই জুটিকে।
বিয়ের দু’মাস পেরোতে না পেরোতেই শার্লি- অভিষেকের পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিচ্ছেদের গুঞ্জন। কিন্তু বিয়ের ২ মাসের মাথায় হঠাৎ কি এমন হল এই তারকা দম্পতির। তবে কি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছে শার্লি-অভিষেক?
সম্প্রতি অভিষেক ইনস্টাগ্রামে একটি পোস্টে শেয়ার করে লেখেন, ‘এমন কিছু আছে যা তোমার মন ভেঙে দেয় কিন্তু তোমার দৃষ্টিভঙ্গিকে দৃঢ় করে।’ অন্যদিকে, শার্লিও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘কিছুই চিরস্থায়ী নয়।’
শার্লি- অভিষেকের এই রহস্যময় পোস্ট ঘিরে স্বাভাবিক ভাবেই তৈরি হয় বিচ্ছেদের গুঞ্জন। তবে অভিষেকের প্রোফাইলে এখনও তাদের বিয়ের ছবি সহ নানা মুহূর্তের ছবি ও ভিডিয়ো সবটাই দেখা যাচ্ছে। অন্যদিকে, শার্লির প্রোফাইলেও অভিষেকের সমস্ত ছবি ও ভিডিয়ো রয়েছে। তবে আচমকাই কেন এমন পোস্ট করলেন শার্লি- অভিষেক। এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তারা।
যদিও এর আগেও দিয়া মুখোপাধ্যায় ও সুরভি মল্লিকের প্রেমে পড়েন অভিষেক। অন্যদিকে, অভিষেকও ‘ভাগ্যলক্ষ্মী’ খ্যাত নায়িকা শার্লি মোদকের প্রথম প্রেম নয়। এর আগে তিনি মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন।