সুখবর! ফুলকি ছেড়ে এবার বাংলাদেশি নাটকে দিব্যাণী মণ্ডল

দিব্যাণী মণ্ডল
ছবিঃ আজকাল ডট ইন

বাংলা সিরিয়াল করে এরকম অনেক অভিনেত্রীরা রয়েছেন যারা আজ বড়পর্দায় রাজ করছেন। আবার কেউ কেউ এপার বাংলার গণ্ডি পেরিয়ে পা রেখেছেন ওপার বাংলা এবং বলিউডে। এবার ছোটপর্দার অভিনেত্রী দিব্যাণী মণ্ডলকে নিয়ে নতুন সুখবর শোনা যাচ্ছে চারিদিকে।

পেশায় মডেল দিব্যাণী, জি-বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে খ্যাতি পেয়েছেন। সেই খ্যাতি এবার তাকে নতুন সুযোগ করে দিল। বাংলা সিরিয়ালের গণ্ডি পেরিয়ে এবার বাংলাদেশি নাটকে ছোটপর্দার ফুলকি।

হ্যাঁ, ঠিকিই শুনেছেন ফুলকি ধারাবাহিকের নায়িকাকে এবার দেখা যাবে বাংলাদেশি নাটকে। তাও আবার ওপার বাংলার প্রথম সারির নায়িকা মেহজাবিনের সাথে। সূত্রের খবর, বাংলাদেশের পরিচালক প্রবীর রায় চৌধুরীর ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকে দেখা মিলবে দিব্যাণীর। ইদের দিন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সেই নাটক। নাটকের মুখ্য ভূমিকায় রয়েছেন মেহজাবিন চৌধুরী ও ফারহান আহমেদ জোভান। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন দিব্যাণী।