স্মার্ট দিদি নন্দিনীর বায়োপিক নিয়েই তৈরি ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’? মুখ খুললেন স্বয়ং স্মার্ট দিদি

ডায়মন্ড দিদি জিন্দাবাদ

জি-বাংলা নতুন ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ প্রথম প্রোমো দেখে অনেকেই আন্দাজ করেছিলেন এটা স্মার্ট দিদি ভাইরাল নন্দিনীর বায়োপিক। যা নিয়ে বেশ হৈ চৈ হয়। নিজের রেস্তোরাঁ খোলার স্বপ্ন ডায়মন্ডের। খুব সম্ভবত তার রেস্তোরাঁও ইউটিউবের হাত ধরে ভাইরাল হবে। ধারাবাহিকের প্রোমো এমনটাই ইঙ্গিত দিচ্ছে।

কলকাতার  ডালহৌসির ফুটপাতে নন্দিনীর হোটেল ঠিক একইভাবে ছড়িয়ে পড়ে। এমনকি নিজের পায়ে দাঁড়িয়ে বাবা-মায়ের পাশে দাঁড়ায়। তাহলে কি নন্দিনীর গল্প বলবে এই ধারাবাহিক। গুঞ্জন বাড়তেই এই ধারাবাহিকের পাশে এসে দাঁড়ালেন স্বয়ং ডালহৌসীর নন্দিনীই।

জি-বাংলার ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায় এই ধারাবাহিকের সাপোর্ট করতে আনা হয়েছে নন্দিনীকে, ভিডিওতে স্মার্ট দিদি-কে বলতে শোনা যায়, “ডালহৌসির ফুটপাতে রেস্তোরাঁ থেকে নন্দিনীর হেঁশেলের পথের জার্নিটা খুব একটা সহজ ছিল না। সমাজে একটা রুপে আমি পরিচিত, আরও একটা রুপে নিজেকে তৈরি করা। একটা সময় মনে হত এটা অসম্ভব। রাস্তাতে কঠিন আমি জিততে পেরেছি, কিন্তু আরেকজন আসছে…।  বোঝাই যাচ্ছে একইরকম গল্প হওয়ায় ধারাবাহিকের প্রোমোশনের জন্য আনা হয়েছে নন্দিনীকে।