‘সংলাপ একজন অক্ষম অভিনেতার আত্মরক্ষার বর্ম’…, বললেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়

পরাণ বন্দ্যোপাধ্যায়

বাংলা চলচ্চিত্র জগতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই মনে পড়ে নজরকাড়া সব অভিনয়, যা কখনো দর্শকদের হাসিয়েছেন আবার কখনো তার অভিনয়ে চোখে জল এসেছে দর্শকের।

বর্তমান সময়ের অভিনয়ের ধরন, এমনকি অক্ষম অভিনেতাদের নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মনের কথা জানালেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।

অভিনেতার কথায়, ‘সিনেমাতে সংলাপ হলো একজন অক্ষম অভিনেতার আত্মরক্ষার বর্ম। যেখানে সংলাপ বলা যাবে না অথচ অনেক কিছু বোঝানো যাবে সেটাই হলো সিনেমা। সেক্ষেত্রে সংলাপ একজন অক্ষম অভিনেতার আত্মরক্ষার বর্ম, যে অভিনয় করতে জানে না সংলাপ তাকে রক্ষা করে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ল্যাঙ্গুয়েজ এবং শ্রেষ্ঠ ল্যাঙ্গুয়েজ হলো বডি ল্যাঙ্গুয়েজ। যখন ভাষার উৎপত্তি হয়নি তখন তো এই বডি ল্যাঙ্গুয়েজ দিয়েই মনের ভাব প্রকাশ করা হতো।’

সংলাপ বলা ছাড়াও একজন দক্ষ অভিনেতা নিজের অঙ্গভঙ্গির মাধ্যমেই দর্শকের কাছে নিজের চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পারে এমনটাই বোঝাতে চেয়েছেন অভিনেতা।