সালটা ২০২১, ঠিক আজকের দিনে অর্থাৎ ১৯ শে জুলাই স্টার জলসার পর্দায় লীনা গাঙ্গুলির হাত ধরে এসছিল এক নতুন গল্প, নাম ‘ধুলোকণা’। নামের সাথেই ধারাবাহিকে গল্পের কাহিনী। গাঙ্গুলি পরিবারের কাজের মেয়ে ফুলঝুরি আর ড্রাইভার লালনের প্রেম কাহিনী মোড়া গল্প যেন রাতারাতি দর্শকের মনে ঝড় তুলেছিল।
দেড় বছর টিভির পর্দায় জনপ্রিয়তার সাথে সম্প্রচার হয়েছে এই মেগা। সোশ্যাল মিডিয়ায় তখন এই ধারাবাহিক নিয়ে বিশাল চর্চা, চারিদিকে ভরে উঠত মিমে। ধারাবাহিকের গল্প তরিয়ে তরিয়ে উপভোগ করতেন।
ধারাবাহিকের শেষদিনে শুধু যে দর্শক কেঁদেছেন এমনটা নয়, দর্শকের ভালোবাসায় কেঁদে ভাসিয়েছিলেন ধারাবাহিকের সঙ্গে জড়িত কলাকুশলীরা। দেখতে দেখতে চার বছরে পূরণ করল এই মেগা। তবে সেই টিম, দর্শকের ভালোবাসা আজও ভুলতে পারেনি নায়ক লালন ওরফে অভিনেতা ইন্দ্রাশিস রায়।
সদ্য ‘ধুলোকণা’ সেটে কাটানো সমস্ত ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, “বৃহস্পতিবার আমাদের জ্বালানি ছিল। আমরা পোস্ট করতাম না। আমরা গর্ব করতাম না। আমরা জানতাম এটা থাকবে। কারণ ভালোবাসা ছিল। আমাদের ভেতরে ভালোবাসা যা তোমাদের, আমাদের দর্শকদের অগাধ ভালোবাসার মাধ্যমে প্রতিফলিত হয়েছিল। আমরা প্রতিদিন কান্না এবং হাসির মাঝেও তোমাদের সুখ দেওয়ার চেষ্টা করি। আমরা একসাথে বা আলাদাভাবে এটা করে যাব। ধুলোকোনা ৪ বছর পূর্ণ করার সাথে সাথে আবারও তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। শেষ স্লাইড পর্যন্ত আমাদের আবেগ আবারও তোমাদের কাছে, যা বিশেষ।”