চলতি সপ্তাহে টিআরপি’র টপার স্টার জলসার ‘ধুলোকণা’ ধারাবাহিক। এই মুহূর্তে ধারাবাহিকের ট্রাকে দর্শক বিরক্ত হলেও সেই ধারাবাহিকেই মজেছেন তারা।
লালনের স্মৃতি ফিরে আসার পর ফুলঝুরি নয় বরং তিতিরের প্রেমে পড়ছে লালন। বারবার তিতিরের কাছে ছুটে যাচ্ছে সে। ধারাবাহিকের এই গাঁজাখুরি দৃশ্য কেউ মেনে নিতে পারছে না, সোশ্যাল মিডিয়ায় হচ্ছে লালনের চরিত্র নিয়ে খিল্লি।
আজ টিআরপি বেরানোর পর আবারও ‘ধুলোকণা’ ধারাবাহিক নিয়ে ট্রোলিং হচ্ছে নেটিজেনদের মধ্যে। নেটিজেনদের একটি বড় অংশ নেটদুনিয়ায় খিল্লি করে জানিয়েছেন, “গাঁজাখুরি গল্প দেখিয়েই বাংলার টপার”।
এই সপ্তাহে টিআরপিতে বাজিমাত করেছে ‘জগদ্ধাত্রী’, ‘অনুরাগের ছোঁয়া’র। দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখলে এই দুই ধারাবাহিকের। অন্যদিকে মিঠাইয়ের নতুন ট্রাকে টিআরপি আবার বাড়ল।
প্রথম- ধুলোকণা (৭.৮)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.৭)
তৃতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৬)
চতুর্থ- আলতা ফড়িং (৭.১)
পঞ্চম- গৌরী এলো (৬.৯)
ষষ্ঠ- গাঁটছড়া (৬.৭)
সপ্তম- সাহেবের চিঠি (৬.৬)
অষ্টম- মাধবীলতা । এক্কা দোক্কা (৬.৪)
নবম- নবাব নন্দিনী (৬.৩)
দশম- মিঠাই (৬.২)