জি-বাংলার অন্যতম একটি ধারাবাহিক হল ‘মিত্তির বাড়ি’। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী পারিজাত চৌধুরী। আদৃত থাকার জন্য এই ধারাবাহিক নিয়ে প্রত্যাশা ছিল নির্মাতাদের।
ধারাবাহিক টিভিতে সম্প্রচার হওয়ার পর সেই আশানুরূপ ফল দিতে পারেনি, বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি ৪.০। তাই তো টিআরপি বাড়াতে এবার নতুন চমক আসতে চলেছে।
একদিকে ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ। যিনি মিঠাই ধারাবাহিকে দাদাই চরিত্রে অভিনয় করেছিলেন। ফের উচ্চেবাবু আর দাদুকে এক ফ্রেমে দেখা যাবে।
আর দ্বিতীয় চমক হল, ধ্রুব আর জোনাকির মধ্যে আসছে তৃতীয় ব্যক্তি। ধ্রুবর প্রাক্তন প্রেমিকা এবার গল্পে এন্ট্রি নিতে চলেছে। আর এই চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী মৌলি সরকার। যিনি মিঠিঝোরা’ ধারাবাহিকে স্রোতের মেডিকেল কলেজের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। বোঝাই যাচ্ছে এবার মিত্তির বাড়ির টিআরপি এক লাফে অনেকটাই এগিয়ে যাবে।