
স্টার জলসার ধারাবাহিক ‘রোশনাই’-এর জনপ্রিয়তা শুরু থেকেই। আরণ্যক-রোশনাই ও গরিমার জীবনের নানা মোড় নিয়ে এগোয় গল্প। তবে এবার আর কিছুদিনের মধ্যেই নাকি ইতি টানছে এই মেগা।
তবে এর মাঝেই গল্পে আসছে নতুন মোড়। দেখা যায়, কিডন্যাপ হয়ে যায় রোশনাই। আর তাকে উদ্ধার করে করবে আয়ুষ। এই আয়ুষ চরিত্রেই ‘রোশনাই’ ধারাবাহিকে এন্ট্রি নিলেন ধ্রুবজ্যোতি সরকার।
এর আগে ধ্রুবজ্যোতি কে দেখা গিয়েছে মিঠাই, মিলি, কাদম্বিনী, নেতাজি, করুণাময়ী রাণী রাসমণি-সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে।