টেলি দুনিয়ায় পরিচিত মুখ ধ্রুবজ্যোতি সরকার। মিঠাই সিরিয়ালের দৌলতে যিনি দর্শকের কাছে সোমদা নামেই বেশি পরিচিত। ‘পিলু’ ধারাবাহিকে ইধিকা পালের সঙ্গে জুটিতে ‘মল্লার’ হিসাবেও বেশ জনপ্রিয় অভিনেতা। অভিনয়ে সাফল্যের পর এবার অভিনেতার জীবনে বড় স্বপ্নপূরণ।
সমাজ মাধ্যমেই সেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা নিজেই। নিজের নতুন বাড়ি কিনলেন ধ্রুবজ্যোতি। সম্প্রতি নিজের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের অনুষ্ঠানের ভিডিও সামনে আনলেন ধ্রুবজ্যোতি।
ভিডিওর প্রথমেই সামনে আসে ডাইনিং রুমে গৃহপ্রবেশের পুজা হচ্ছে। মায়ের সাথেও আলাপ করালেন তিনি। ফ্ল্যাটের প্রতিটা ঘর ঘুরে দেখালেন অভিনেতা। সুন্দর সাজানো বাড়ি অনেকদিনের ইচ্ছা ছিল অভিনেতার। আজ সেই স্বপ্নপূরণ হওয়াতে বেশ খুশি অভিনেতা।

