শিশু শিল্পী হিসাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ ধৃতিষ্মান চক্রবর্তী। মিঠাই ধারাবাহিকে শাক্য চরিত্রের হাত ধরেই ব্যাপক জনপ্রিয়তা পায় ধৃতিষ্মান। এইটুকু বয়সেই ছোট্ট ধৃতিষ্মানের অভিনয় নজরকাড়া। এমনকি বড়পর্দাতেও কাজ করে ফেলেছে এই খুদে।
এবার ধৃতিষ্মানকে অভিনয় করতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। সৌরভ গাঙ্গুলি ও আবির চট্টোপাধ্যায়ের মেলবন্ধনেই আসছে ‘ভোজন বাহিনী’। সেখানেই দেখা মিলবে ছোট্ট ধৃতিষ্মানের।
খেলার দুনিয়া হোক বা সঞ্চালনা সব জায়গাতেই এগিয়ে বাংলার দাদা সৌরভ। এবার একেবারে আলাদা রুপে ধরা দেবেন মহারাজ। আর তাঁর সঙ্গী হবেন আবির চট্টোপাধ্যায়।
সম্প্রতি ভোজন বাহিনীর শ্যুটিংয়ের ফাঁকে তোলা একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ধৃতিষ্মান। প্রথম ছবিতেই পুলিশের পোশাক পরা সৌরভের সঙ্গে দেখা যায় ধৃতিষ্মানকে। এরপর আবিরের সঙ্গেও দেখা যায় তাকে।
ছবি পোস্ট করে ধৃতিষ্মান লেখে, ‘নক নক এবার কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এবং আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করছি। সৌরভ কাকুর সঙ্গে অনেক খেলা করেছি। আমি ওঁর সঙ্গে অনেক সময়ও কাটিয়েছি। বলতেই হবে, তিনি একজন খুব ভালোবাসার মানুষ। ধন্যবাদ কাকু।’
View this post on Instagram

