ফের নতুন প্রোজেক্টে মিঠাইয়ের ছেলে শাক্য ওরফে ধৃতিষ্মান চক্রবর্তী

 ধৃতিষ্মান চক্রবর্তী

মিঠাই ধারাবাহিকের দৌলতে সোশ্যাল মিডিয়ায় এখন শাক্য ওরফে শিশুশিল্পী ধৃতিষ্মান চক্রবর্তীকে সকলে চেনে।‘বৌমা একঘর’ ধারাবাহিকে আগে অভিনয় করলেও মিঠাই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দার দর্শকের ঘরে ঘরে পরিচিতি পেয়েছে এই ছোট খুদে। ছোটপর্দায় এন্ট্রি নিতে না নিতেই সকলের চোখের মণি হয়ে উঠেছে এই খুদে শিল্পী।

তবে শুধু ছোটপর্দায় নয়, বড়পর্দাতেও দর্শকের নজর কেড়েছে ধৃতিষ্মান। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের অসুখ বিসুখ ছবিতে কাজ করেছে সে। তবে জানা যাচ্ছে, আরও একবার বড়পর্দায় আসতে চলেছে মিঠাইইয়ের ছেলে শাক্য।

এবার সৃজিত মুখার্জির নতুন ছবি ‘উইঙ্কেল টুইঙ্কেল’ -এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ছোট ধৃতিষ্মানকে। নিজেই সেই সুখবর জানিয়েছে ছোট খুদে শিল্পী। এই ছবিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, পরমব্রতর মতো অভিনেতারা।