একেই বলে ভালোবাসা! চারিদিকে যেখানে বিচ্ছেদের ধুম সেখানে ১৫ বছরের বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি

ক্রিকেট জগতের অন্যতম নক্ষত্র হলেন মহেন্দ্র সিং ধোনি। আট থেকে আশি সকলেই পছন্দের খেলোয়ার ধোনি। খেলায় যেমন পারদর্শী তেমন সংসার জীবনেও ছক্কা মেরেছেন তিনি। গত ৪ জুলাই ছিল মহেন্দ্র সিং ধোনির বিবাহবার্ষিকী। চারিদিকে যেখানে শুধুই বিচ্ছেদের গল্প সেখানে একসাথে পথচলার ১৫ বছর পুর্ণ করলেন ধোনি- সাক্ষী।

সম্প্রতি অ্যানিভার্সারি উপলক্ষে একটি ছবি পোস্ট করেন ধোনি স্ত্রী সাক্ষী। এদিন কেক কেটে সেলিব্রেটও করতে দেখা গেল এই তারকা দম্পতিকে। ছবিতে আরও দেখা গেল একে অপরকে কেক খায়িয়ে দিচ্ছেন ধোনি- সাক্ষী।

সাক্ষীর এই পোস্টে বহু মানুষ ধোনি এবং সাক্ষীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান। এভাবেই যেন তারা একে অপরের পাশে থাকে এই কামনাই করেন দর্শকমহল।

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Singh (@sakshisingh_r)