
ক্রিকেট জগতের অন্যতম নক্ষত্র হলেন মহেন্দ্র সিং ধোনি। আট থেকে আশি সকলেই পছন্দের খেলোয়ার ধোনি। খেলায় যেমন পারদর্শী তেমন সংসার জীবনেও ছক্কা মেরেছেন তিনি। গত ৪ জুলাই ছিল মহেন্দ্র সিং ধোনির বিবাহবার্ষিকী। চারিদিকে যেখানে শুধুই বিচ্ছেদের গল্প সেখানে একসাথে পথচলার ১৫ বছর পুর্ণ করলেন ধোনি- সাক্ষী।
সম্প্রতি অ্যানিভার্সারি উপলক্ষে একটি ছবি পোস্ট করেন ধোনি স্ত্রী সাক্ষী। এদিন কেক কেটে সেলিব্রেটও করতে দেখা গেল এই তারকা দম্পতিকে। ছবিতে আরও দেখা গেল একে অপরকে কেক খায়িয়ে দিচ্ছেন ধোনি- সাক্ষী।
সাক্ষীর এই পোস্টে বহু মানুষ ধোনি এবং সাক্ষীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান। এভাবেই যেন তারা একে অপরের পাশে থাকে এই কামনাই করেন দর্শকমহল।
View this post on Instagram