দেখতে দেখতে দু’বছরে পা দিল ছোট ধীর। চোখের সামনে আসতে আসতে বড় হচ্ছে ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তীর ছেলে। ২০২৩ সালে ১৬ ই সেপ্টেম্বর ঋদ্ধিমার কোল আলো করে আসে ধীর। তারপ থেকেই সন্তানকে নিয়েই তাদের গোটা পৃথিবী।
পরিবারে সকলের সাথে ছেলের জন্মদিন পালন করেন গৌরব-ঋদ্ধিমা। সেই সমস্ত ছবি সামাজিক পাতায় ভাগ করে নেন অভিনেত্রী। ছবিতে দেখা যায় এদিন পাশে ছিল ধীরের দাদু-ঠাকুরদা-ঠাম্মি।
অভিনেত্রী সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে ঋদ্ধিমা লেখেন, “আমাদের ছোট্ট বাচ্চাটি আজ দুই বছরের ধীর, তোমার সাথে প্রতিদিনই যেন সবচেয়ে জাদুর জঙ্গলে পা রাখার অনুভূতি হয় — হাসি, বিস্ময় এবং এত ভালোবাসায় ভরা। তোমার গর্জন, হাসি এবং কৌতূহলী চোখ কেবল আমাদের পৃথিবীকেই নয়, বরং তোমার দাদা-দাদি, পরিবার এবং আমাদের সবচেয়ে কাছের বন্ধুদের হৃদয়কেও আলোকিত করে যারা আজ তোমাকে উদযাপন করেছে। শুভ জন্মদিন, আমাদের প্রিয় ছেলে। তোমার বন্য আত্মা সর্বদা মুক্ত, নির্ভীক এবং বিস্ময়ে পূর্ণ থাকুক। আমরা তোমার মা এবং বাবা হতে পেরে অনেক ভাগ্যবান।”