১১ নভেম্বর আচমকা গুজব ছড়িয়ে পড়েছিল ধর্মেন্দ্রর মৃত্যু সংবাদ। তবে এবার শেষরক্ষা হল না, সোমবার সকালে চলে গেলেন বলিউডের হি-ম্যান, ধর্মেন্দ্র। ২৪ নভেম্বর সকালই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। শোকস্তব্ধ বলিউড।
গত কয়েকমাস ধরেই বার্ধক্যজণিত কারণে অসুস্থ ছিলেন অভিনেতা। কয়েকদিন আগেই খবর মেলে হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র। বর্ষীয়ান অভিনেতাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। ছিলেন ভেন্টিলেশনে। ধর্মেন্দ্রর চিকিৎসার জন্য আলাদা মেডিক্যাল বোর্ডও তৈরি করা হয়েছিল। প্রতিটা মুহূর্তে কড়া নজর রাখছিলেন চিকিৎসকেরা। অবশেষে সোমবার বেলা গড়াতেই মেলে খারাপ খবর।
এখনও আনুষ্ঠানিকভাবে ধর্মেন্দ্রর মৃ্ত্যুর খবর জানায়নি পরিবার। তবে এশা দেওল ও হেমা মালিনীকে পবন হংস শ্মশানে দেখা গিয়েছে বলেই সূত্রের খবর।
আগামী ডিসেম্বর মাসেই ৯০ বছরে পা রাখতেন ধর্মেন্দ্র। ৮৯ বছর বয়স হলেও, বলিউডে দাপটের সঙ্গে কাজ চালিয়ে গেছেন তিনি। করণ জোহর পরিচালিত রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে ৮৭ বছর বয়সেও নজর কেড়েছিলেন। শ্রীরাম রাঘবনের ইক্কিস ছবিতে শেষবার পর্দায় দেখা যাবে তাকে। ২৫শে ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। তবে সেই ছবির মুক্তি আর দেখা হল না।
পুরো নাম ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওল। ১৯৩৫ সালে ব্রিটিশ ইন্ডিয়ার লুধিয়ানাতে এক জাঠ পরিবারে জন্ম ধর্মেন্দ্রর। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তেমন ঝোঁক ছিল না, স্বপ্ন ছিল রূপোলি পর্দার নায়ক হওয়ার। ধর্মেন্দ্রর চির বিদায়ে ভারতীয় চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি।


