অসুস্থ ধর্মেন্দ্র! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল বর্ষীয়ান অভিনেতাকে

ধর্মেন্দ্র

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ধর্মেন্দ্র। জানা যাচ্ছে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতা কে। কী হয়েছে বর্ষীয়ান অভিনেতার? আগামী মাসেই অভিনেতার ৯০ বছরে পা রাখতে চলেছেন। জন্মদিনের আগেই আচমকা ধর্মেন্দ্রর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুরাগীরা।

তবে ধর্মেন্দ্রর পরিবারের তরফ থেকে এখনও কোন খবর প্রকাশ করা না হলেও জানা যাচ্ছে, বার্ধক্যজনিত বেশ কিছু অসুখের কারনেই অসুস্থ অভিনেতা। তাই নিয়মিত চেকআপ-এর জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম ও ফিজ়িয়োথেরাপিও চালিয়ে যাচ্ছিলেন অভিনেতা। তবে বয়সজনিত বেশ কিছু অসুখ জাঁকিয়ে বসেছে। তার কিছু পরীক্ষানিরীক্ষা করতেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে ধর্মেন্দ্র কে।

বর্তমানে অভিনেতা সম্পূর্ণ সুস্থ রয়েছেন তাই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। তিনি একেবারে নিজের মেজাজেই রয়েছেন। তাই চিন্তা করার কিছু নেই।

কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ধর্মেন্দ্র অভিনীত ছবি ‘ইক্কিস’। এই সিনেমায় একজন অবসরপ্রাপ্ত কর্নেলের চরিত্রে অভিনয় করবেন ধর্মেন্দ্র।