সারেগামাপা’র বিজয়ী নিয়ে প্রত্যেকবার মতো বিরোধ দেখা যায়। এবারও পিছু ছাড়ল না সেই বিতর্ক। কেউ চেয়েছিলেন ময়ূরী জয়ী হবে তো আবার কেউ চেয়েছিলেন আরাত্রিকা। তবে দেয়াশিনী রায়কে অনেকেই বিজয়ীর আসনে মেনে নিতে পারছে না।
ফেসবুকে নিন্দুকদের দাবি টাকা দিয়ে নাকি সারেগামাপার বিজয়ী হয়েছেন দেয়াশিনী। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। এতদিন চুপ থাকলেও এবার আজকালকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে কড়া জবাবা দিলেন।
দেয়াশিনী বলেন, ‘টাকা দিয়ে উইনার হওয়ার ক্ষমতা আমার পরিবারের একেবারেই নেই। কটা রিয়েলিটি শো-তে কত খরচ! আমার বাবা একজন মিউজিশিয়ান, কোথায় পাবেন উনি এত টাকা। যারা এসব বলেন, তাঁদের একটাই কথা বলব, একটু ভেবেচিন্তে কথাগুলো বলুন। আমার জার্নিটা কখনোই খুব একটা সহজ ছিল না। আমাকে আর আমার মাকে অনেক কষ্ট করতে হয়েছে।’